অভিমান।
শপথ


সাড়া না পেয়ে দয়াল হই অপমান,
দিবা নিশি প্রাণ ভরে কত নামে ডাকি,
আত্মার আকুতি প্রভু সবি বুঝি ফাঁকি,
ডাকিলে তোমায় আমি কর অভিমান।
বিশ্বাস ভক্তির প্রেম চরণে অর্পণ,
খেলেছো আপন ইচ্ছে কে তুমি আমাতে?
আছে কোন অভিপ্রায় পারিনা বুঝিতে?
তোমার আমার দেখা আছে কি বারণ?


ভেবেছি আপন তুমি দয়ালু মহান,
দেখবনা রুপ হেরি মেলে দুটি আঁখি,
ভালবেসে করবনা মিছে ডাকাডাকি,
অতৃপ্ত আশার মুখে দিলে ধুলো ছাই,
বীণাদোষে পর ভেবে দূরে সর তাই,
জানি তুমি অভিমানী নিষ্ঠুর পাষাণ।