অভিষারে
শপথ


রাতের গায়ে জোনাক জ্বলে মিটি মিটি,
আলো ছায়া পথ ধরে প্রিয়তমা আসে,
নির্জন নিরালা বসে শুধু ভালবাসে,
আকাশের বুকে চাঁদ হাসে কুটি কুটি।
তারাগুলো ফুল হয়ে বাগিচায় ফোটে,
মৌমাছি গুন গুনিয়ে বাতাসের কানে,
নীল ভ্রোমরা মেতেছে মধুর মিলনে,
অভিষারে দুজনার কত নিশি কাটে!


মনোবনে মাতোয়ারা তৃষিত হৃদয়,
কোমল স্পর্শের ছুঁয়া শিহরণ বুকে,
অতৃপ্ত অনুভুতির অভিযোগ চোখে,
অনন্ত ক্ষুধা মিটায় গভীর প্রণয়।
জন্ম জন্মান্তরে বুঝি সাধনার প্রেম,
অভিষারে সফলতা নিশ্চয় পেলেম।।