পবিত্রতা  
শপথ


পাক পবিত্র থাকতে কত আয়োজন,
মল মুত্র আবর্জনা নাপাকী শরীর,
ওযু গোসল ফরজ পালনে অস্থির,
পবিত্র হৃদয়ে দেখ প্রভুর আসন।
হস্ত আর পদ খানি ধৌত করে নাও,
চুক্ষ কর্ণ নাসিকায় পানি ব্যবহার,
গোসলে নাপাক দেহ পাক পরিস্কার,
নফসের অপবিত্র কেন রেখে দাও।


নফসের অত্যাচারে পড়িলে ধোকায়
আত্মশুদ্ধি সংযমে পবিত্রতা রক্ষা,
ষড়রিপু বধ করা কঠিন পরীক্ষা,
কাম ক্রোধ মোহ ত্যাগ পবিত্র রক্ষায়।
চুক্ষ কর্ণ হস্ত পদ পরিস্কার মন,
পবিত্রতা পরিশুদ্ধ তবেই অর্জন।