পোড়া চোখে
শপথ


পোড়া চোখে চৈত্র খড়া  শুকিয়ে চৌচির,
দিনভর দাবানল জলন্ত অগ্নির,
বড় স্বাধ জাগে মনে আগ্রহে অধীর,
অবিরত অশ্রুজলে নিভাতে অস্থির।
শ্রাবণের বারিধারা চাই দুটি চোখে,
কাঁদিতে পারিনা আর অন্তরের শোকে,
অবাক নয়নে শুধু অপেক্ষায় থেকে,
ভাসিয়ে মনের জ্বালা থাকি যদি সুখে।


আঁখিজল শুকিয়েছে আসেনা জোয়ার,
ঝর্ণাধারা নিয়ে আসে বিশাল পাহাড়,
মরুভূমি বালুচর জাগে নিরাশার,
নয়ন সাগর আজ কঠিন সাহার।
অশ্রু বিসর্জনে যদি বন্যা হত চোখে,
অতলে গিয়ে দিতাম ডুব মহাসুখে।।