✌আমি চাই✌
শপথ


আজ আমি মানুষের অচেনা অতিথী,
জানিনা কেমনে হবে, আমার পরিচিতি।
বারে বারে শোধায় আত্মার আকুতি,
কি করে পাইব ভবে, নাম যশ ক্ষ্যতি।
নিঃস্ব আমি, রিক্ত আমি, কি আছে দেবার?
ভাল যদি লাগে আমার, আচার ব্যবহার।
কে চায়? কি চায়? শেষ নেই কারো চাওয়ার,
জীবনটাকে বিলিয়ে, করে দিতাম উজার।


পৃথিবীর বুকে মানুষ আমি, খুবই নগন্য,
কারো সাথে মিল পাইনা চাওয়াটা ভিন্ন।
মানব কল্যাণে জীবন, করতে চাই বিলীন,
দয়াময় প্রভু, সুযোগ দিবে কি কোনদিন?
আমি চাই ভরসার আশ্রয়স্হল হব মানুষের,
বেঁচে থাকার স্বাদ, প্রজন্মের পর প্রজন্মের।
মানুষের আনন্দ বেদনায়, সংকটে সম্ভাবনায়,
মরণেও, হৃদয়ের অশ্রুতে জানাবে বিদায়।