প্রবৃত্তি
শপথ


প্রবৃত্তির তাড়নায় আকাম কুকাম,
কুপথের সর্বনাশ সৎ সঙ্গে সর্গ,
বিবেকের দীধা দন্ধ দিবানিশি তর্ক,
ভাল মন্দ কর্মফলে নাম বদনাম।
কাম রিপুর বাসনা রতি ক্ষয় হলে,
যৌবনের খেলা ছলে চরিত্র বিনষ্ট,
কামনার ঘোর নেশা নিত্য পথভ্রষ্ট,
মানব জীবন ভবে সম্পূর্ণ বিফলে।


লোভের প্রবৃত্তি বুঝে স্বার্থ অন্বেষণ,
হিংসা অহমিকায় গীবত রচনা,
পরের কল্যাণ দেখে পায়না শান্তনা,
ক্রোধের অনলে পুড়ে শুধু অকারণ।
স্বার্থ সিদ্ধি বিসর্জন ত্যাগের মহিমে,
প্রবৃত্তিকে পরিশুদ্ধ আত্মসংযমে।