প্রেমের শ্রাবণ
   শপথ


ঝিরি ঝিরি বারিধারা        অঝরে শ্রাবণ,
টিপ টিপ বৃষ্টি এসে         ভেজাল এ মন।
সুখের জোয়ারে ভাসে       বুকের গভীর,
নদী সাগরের বুকে           প্লাবন উর্মির।
তরঙ্গের তালে তালে        মিলন মোহনা,
মেঘলা আকাশে চাঁদ       রুপালী জোছনা।
মনের ময়ুরী  নাচে          বৃষ্টির আনন্দে,
জীবন বীণায় প্রেম         সুর তোলে ছন্দে।


বাতায়ন খুলে দেয়           দখিনা হাওয়া,
লজ্জাবতী অঙ্গে কত          চাওয়া পাওয়া।
মাতাল বায়ু কাড়িল           শাড়ির আঁচল,
বসন হয়ে জড়িয়ে             ছুয়েছু কপোল।
ডুবিয়ে সাঁতার কাটি             হৃদয় গহন,
অতৃপ্ত মিলনে সুধা             প্রেমের শ্রাবণ।