রমণীর মন আমি বুঝতে পারিনি
কৌতুহল দিচ্ছে তাড়া চোখের চাহনি
খোলাচিঠি মুক্ত হাসি ইশারায় খামে
নিরব ডাকপিয়ন হৃদয়ের নামে।
তেপান্তরে পথ হাটি গন্তব্য অচেনা
বিভ্রান্তির চোরাবালি রহস্য অজানা।
অনন্ত প্রকৃতি স্বাক্ষী খুব পরিচিত,
নিষিদ্ধ ঘোষণা করে বার্তা অবিরত।


সুশ্রী কুশ্রী অপরুপা সুন্দরী রমণী,
অপরিচিতা সর্বদা হৃদয় আসনে,
কত কিছু আবদার অধিকার টেনে,
মন মহলে রাজত্ব সিংহাসনে রাণী।
স্বচ্ছ কাঁচের সম্পর্ক সাজানো রঙিন,
আসল রুপে রমণী রহস্য কঠিন।।