রিমঝিম বারিধারা  
শপথ


রিমঝিম বারিধারা আজ ভাল লাগে,
মুষলধারে হারাতে বড় স্বাধ জাগে।
আগে কত বৃষ্টি ঝরা দেখেছি শ্রাবণ,
লাগেনি ভাল কখনো আনন্দের ক্ষণ।
আকাশের বুকে প্রেম শ্রাবণের মেঘে,
হৃদয়ের মরু পথে জলছবি আঁকে।
ভালবাসা মুখোরিত বাদলের দিনে,
বৃষ্টির ছন্দে ময়ূরী নেচে উঠে প্রাণে।


বৃষ্টি ভেজা পায়ে এলে শূণ্য বুকে জাগে,
অজানা চাওয়া মনে স্বপ্ন অনুরাগে।
ফাগুনের রঙে ফুল ফুটেছে কামিনী,
বৃষ্টির সুর শুনায় প্রেম অভিমানী।
মনে স্বপ্ন এলোমেলো এ কি শুরু হলো,
শ্রাবণে ভিজে দুজন লাগে কত ভালো।