ছাত্র আমি
শপথ


ছাত্র আমি বিশ্বলয়ে ভর্তি হতে চাই,
বর্ণ শব্দ বাক্য লিখে ভাবের প্রকাশ,
আপনার মূল্যায়নে প্রতিভা বিকাশ,
মূল্যবান পরামর্শ সানন্দে কুঁড়াই।
বাস্তব পাঠশালাতে অধ্যয়ন কালে,
কথা বার্তা ব্যবহার সুন্দর চরিত্র,
অনুকরণে প্রচেষ্টা করি দিবা রাত্র,
শোধরে নেই নিজেকে আছি যত ভুলে।


মানুষ মাত্রই ভুল সর্বলোকে জানে,
বাক্যের মাধুর্য ঘটে সঠিক নিয়মে,
অর্থগুলি পাল্টে যায় লেখার কলামে,
বিরাম চিহ্ন যথার্থ উপযুক্ত স্থানে।
কপালপোড়া অভাগা অল্প মুলধন,
আপনার উপদেশ বড় প্রয়োজন।