শ্রাবণের ক্ষণ
শপথ


শ্রাবণের বারিধারা         ঝরে দুনয়ন,
খরস্রোতা নদী তীর   ভেঙ্গেছে এ মন।
ঝড়িছে পূবালী বায়      শ্রাবণের দিনে,
রহেছি একলা আমি     চাহি বাতায়নে।
বিরহী ময়ুরী কেকা     ঐ গহীণে ডাকে,
বিজলী দ্বীপ জ্বালিয়ে  খুঁজে কে আমাকে।
গোধূলী লগ্নে আঁধার   সন্ধ্যা ঘনে আসে,
সাঁঝের প্রদ্বীপ নিভে   সন্ধ্যাতারা হাসে।


মোর ভাঙ্গা ঘরে প্রিও    যায়নাতো ঢাকা,
আঁচলে ঘিরেছি তাকে   যত্নে লুকে রাখা।
বজ্র ঝড়ের হুঙ্কারে             শ্রাবণ বর্ষণ,
লাজ ভয়ে বাধি তাকে        বুকের গহণ।
অতৃপ্ত মাধুরী সুধা           মনের অঙ্গন,
অামার সঞ্চিত সুখ      শ্রাবণের ক্ষণ।