অন্তরে ঝড় উঠেছে দক্ষিনা তুফানে,
মনের ঈশাণ কোনে গুপ্ত প্রিয়জন,
হৃদয় কপাটে তালা দিল মহাজন,
চুপিসারে পথ খুঁজি মন বাতায়নে।
ফাগুন বসন্তে মাখি হলির আবির,
দোল পূর্ণিমার চাঁদ উদিত গগণে,
স্বপ্ন আশা ভালোবাসা সাজানো জীবনে,
মধুর মাধবী নিশি অপেক্ষা অধির।


তন্দ্রাহীন আঁখি ভাসে মলিন অশ্রুতে,
প্রিয়জনের সান্নিধ্যে নির্জন কানন,
পুষ্পের সৌরভ জুড়ে মধু বিতরণ,
আকুল ভ্রমর নাচে বসে পাঁপড়িতে।
উদাস পরাগ রেনু কাঁটার জ্বালায়,
হৃদয়ের ক্ষত ব্যথা স্মৃতির পাতায়।