সুখ পাখি উড়ে গেলে ধরাতো দেয়না,
দুঃখে পোড়ায় কেবল স্মৃতির আগুন,
বিরহ বেদনা শুধু মধুর স্বপন,
অভিমানে রাজটিকা কপালে সয়না।
মনের খাঁচায় পুষে সুখের জীবন,
শিঁকলে যায় না বাঁধা আশা ভাঙ্গা বুকে,
অবুঝ হৃদয় কাঁদে পরিহাসে ধুকে,
হাসির আড়ালে কষ্ট রয়েছে গোপন।


ভুলের মাশুল গনে আনন্দ ভূবন,
শুকনো মলিন ফুলে শব্দের মর্মর,
ধূসর পবনে উড়ে সাজানো অন্তর,
অকালে বিলীন ঝরে ব্যথার গহণ।
মায়ার জগত হাটে সুখ বড় দামী,
শান্তির নীড়ে ধোকা ফেরারী আসামী।।