টাকা
   শপথ


মানব জীবনে শুধু টাকা প্রয়োজন,
টাকার জন্য মানুষ  মানুষকে খুন।
টাকায় বাড়ে সম্মান টাকায় দুর্গন্ধ,
মূল্যর মাপকাঠিতে পিতা পুত্রে দন্দ্ধ।
ভোগ উপ-ভোগে টাকা জীবনের মোম,
টাকার ক্ষমতা শক্তি আনবিক বোম।
জীবনের মূল্য নেই টাকার চাহিদা,
পন্ডিত গোলামী করে মূর্খের মর্যাদা।


টাকার কাছে দুর্বল পৃথিবী গোলাম,
টাকার ক্ষমতা পায় হাজার সালাম।
সব প্রশ্নের উত্তর দিতে পারে টাকা,
সত্য নিরব তখন শুধু খায় ধোকা।
জীবনে আনন্দ টাকা বিপদ আপদ,
টাকা জগতের সুখ টাকাই সম্পদ।