টাকার গতি
শপথ


কাগজের টাকায় কি হস্ত পদ আছে?
উড়িয়া আসতে পাখা লাগানো কি পিঠে?
পথ চলার উপায় চাকা নেই নোটে,
কেমনে আসবে তবে মানুষের কাছে?
দেশ বিদেশ ভ্রমণে গতি অবিরাম,
বিশ্ব ঘুরে হস্তান্তরে মহা মূল্যবান,
চাহিদায় দিতে বাধ্য অর্জিত সম্মান,
পৃথিবীর পণ্য দ্রব্যে নির্ধারিত দাম।


জগতে মানুষ দেখি টাকার পাগল,
উপার্জণে নেই চিন্তা কর্মে প্রতিদান,
পারিশ্রমিক প্রাপ্তিতে লোভ অবসান,
ভিক্ষাভিত্তি পেশানীতি স্বার্থে গন্ডোগোল।
আয় রোজগার কর্মে ন্যায্য অধিকার,
যোগ্যতার মাপকাঠি টাকার পাহাড়।