তোর অপেক্ষা
শপথ


সবুরে মেওয়া ফলে বলে গুনী জনে,
বুকের ভিতরে ছোট্ট মনের কুটিরে,
রেখেছি কেবল তোকে কত যত্ন করে,
দে সখি অতলে ডুব বিশ্বাসের ধ্যানে।
আবেগের অনুভুতি হৃদয় পবনে,
ফাগুনের পূর্ণিমাতে রুপালী চাঁদের,
অভিষারে আলিঙ্গন সুর মিলনের,
সুখের প্লাবনে তোকে সাজাতে জীবনে।।


তুই যদি না করিস আমার অপেক্ষা,
নতুন নীড়ের খুঁজে যা রে যাবি যদি,
আমার আশার স্বপ্ন তুই নিরবধি,
অনন্তকাল ব্যাপিয়া করিব প্রতীক্ষা।
তৃষ্ণার্ত পিয়াসা তোর অতৃপ্তের ক্ষুধা
মিটাতে পান করাবো অমৃতের সুধা।।।