বিশ্বাসের প্রবাহিত তুমি ঝর্ণাধারা,
সাঁঝের প্রদীপশিখা তুমি সন্ধ্যাতারা,
ফাল্গুন বসন্তে যেন তুমি কৃষ্ণচুঁড়া,
সুখের শ্রাবন ঘন তুমি বারিধারা।
কপালে অঙ্কিত তুমি ভাগ্যের লিখন,
আশা ভালবাসা তুমি নয়নে স্বপন,
তৃষ্ণার্ত পিপাসা তুমি বুকের গহণ,
জীবন মরণ তুমি আমার আপন।


তুমি সুখের পায়রা প্রশান্তির নীড়ে,
তুমি আশ্রয় ঠিকানা পৃথিবীর তরে।
তুমি হাসনাহেনার সুভাষিত গন্ধ,
তুমি শিঁশিরকণার সোনালী আনন্দ,
তুমি পূর্ণিমার চাঁদ আঁধারে জোছনা,
তুমি সাগর নদীর মিলন মোহনা।