উপলদ্ধি-২
শপথ


বালু কণা ঝলমলে সূর্য্যের আলোতে,
ভুল করে সোনা ভেবে কে চায় কিনিতে।
চকচক যত হোক পিতলের হার,
শোভা বাড়াতে কে পড়ে গলে অলংকার।
মরিচিকা ঝং ধরা সোনার নোলক,
কুঁড়াতে কে খুঁজিতেছে ধূলিতে পলক।
অবহেলা অনাদরে দুপায়ে মারায়,
মনির মুকুট ফেলে শিশাকে টোকায়।


মানিকে রতন চিনে আসল নকল,
জহুরীর হাতে থাকে হীরার দখল ।
আর্বজনা ময়লাতে ক্ষুদ্র মুক্তদানা,
বানিয়ার কাছে তার মূল্য ষোল আনা।
ভাল মন্দ প্রার্থক্যতে বুঝে ব্যবধান,
জীবন সঙ্কটে খুঁজে পায় সমাধান।