উপমা
শপথ


তুমি কি রাতের চাঁদ পূর্ণিমার আলো,
তুমি কি নদীর বুকে সাগরের উর্মি,
তুমি কি গ্রহ নক্ষত্র মৃত্তিকার ভূমি,
তুমি কি বাঁশের বাঁশি সুর তুল ভালো।
তুমি কি দিগন্ত সীমা দূর অজানায়,
তুমি কি সবুজ বনে গোলাপের কলি,
তুমি কি মনের ছায়া সাথে নিয়ে চলি,
তুমি কি স্বপ্নের দেবী নয়ন পাতায়।


অযথা চিন্তা ভাবনা আবোল তাবোল,
উতলা প্রশ্নের জাল নিরব উত্তর,
কত কি কল্পনা করি প্রতিটি প্রহর,
অস্থির হৃদয়ে ভাবি সমাধান ভুল।
বিধাতার যত্নে গড়া মাটির প্রতিমা,
পৃথিবীর বুকে নেই তোমার উপমা।।