এক পশলা বৃষ্টির ধুন,
কিছুটা নিরবতা, ক্ষানিকক্ষণ।
ক্ষনিকের ভাললাগা মন,
এক কাপ ধোঁয়া ওঠা চা, কিছুক্ষণ।
মৃদু গীত পবন,
স্মৃতি রোমন্থন, অনেকক্ষণ।
বইয়ের পাতার ঘ্রাণ
ভালবাসা তাতে, প্রতিক্ষণ।