"প্রতিশ্রুতি "

আসবে আসবে
বলেও আসলে না।
ভাবি তাই সবকিছুর শেষে
অন্যভাবেও হতে পারত গল্পটা।

"প্রতিক্রিয়া "

মেঘ যেমন পানি ঝরায়
তোমার চোখ আমায় কাঁদায়।
সত্যিই আমি প্রতিক্রিয়াশীল
অল্পেই  সংবেদনশীল।

**************