"অদেখা"

অদেখাই থেকে গেল যা কিছু ছিল দেখার
সাময়িক গোলযোগ, অনেক কিছু শেখার।
প্রহসনের জীবন,তাতে নৈঃশব্দের আকুতি
প্রচ্ছন্নতায় অলস যাপন, সংক্ষুব্ধতায় উক্তি।

"পাতার কাব্য"

পাতায় পাতায় ছেয়ে গেল
অদ্ভুত আবেশীয় ব্যঞ্জনা,
তবুও তুমি অনুপস্থিত
শেষের সীমাহীনে - রঞ্জনা!

"অস্তাচল"

অস্তাচল বড় মধুর যদি
নির্ভার হয়ে দেখা যায় - তবে।
ফুসরত পাইনি বহুকালেও আমি
গহীনে তার অমলিন  স্মৃতি রবে।