দুঃখ তোমায় আজকে দিলাম ছুটি
আজ করবো শুধু সুখের সাথে একটু কান্নাকাটি।


তোমার দুঃখ গুলো ও রেখেছি সযত্নে গুছিয়ে
তাকে তুলে ,
দিয়েছিলে কবে তাও মনে নেই ।
শুধু তুমি ফেলে গিয়েছিলে মনের ভুলে ,


সুখের খোঁজে অনেক দূরে আজ দিয়েছি পাড়ি ।  
কোথায় পাবো তার ঠিকানা কোথায় যে তার বাড়ি।


দুঃখ বলে এতো সহজে ছাড়বো না তোমায়
আর একটু খানি যাও বসে
অরে চিন্তাটা কি আমি তো আছি
আমাকেই নিয়ে চলো তোমার সাথে অবশেষে।


রাতের পরে দিন দিনের পরে রাত।
একে একে যায় কেটে।
সুখের খোঁজে , দুঃখের সাথে
চলেছি আমি জীবনের পথে হেঁটে  


নীরবতাই বড্ডো ভালো
একদম করে না বিরক্ত
দুঃখ কোথায় সুখই বা কোথায়
তাকে খুঁজে পাওয়াই বড্ডো শক্ত


নাবাল জমি পা ডুবে যায়
কেটেকুটে ক্ষতবিক্ষত
দুঃখের প্রলেপ লাগিয়ে দিলাম
আবার সব ঠিক
আবার সব অক্ষত ।।


সুখের খোঁজে রাত  ঘনালো
অনেক দেরি হলো।
দুঃখ হেসে বলে।
বন্ধু আর কেন , এবার বাড়ি চলো।


ক্লান্ত শরীর ক্লান্ত মন অদ্ভুত আত্মযন্ত্রণা
সুখ নাই পেলাম , দুঃখ  তো আছে
এটাই জীবনের সান্তনা।