ঈগল পাখি


ও বন্ধু কেন বসে আছো অন্ধকারে
দেখো আলোর পথ তোমার জন্য অপেক্ষায় রয়েছে
এই দেখো আমি আছি তোমার পাশে সহযাত্রী রূপে


আচ্ছা বোলো তো তোমার মতো মানুষের কি এতো দুঃখ সয়
আমিও গিয়েছি তো এই পথে তাহলে তোমার যেতে কিসের ভয়


একটা গোপন কথা বলি তাহলে শোনো
জীবনে বাঁচার মন্ত্র কি  জানো


মূল্য দিতে হবে না
তোমার বন্ধুত্বই সবকিছু আমার কাছে


চলো বেঁচে আসি
চলো মরে আসি
চলো ছুটে আসি
চলো ঘুরে আসি


জীবনের সেই সব অনাবিষ্কৃত পথে
যেখান
মনখারাপের বিকেল নেই
উদাস করে দেয়া সকাল নেই
নিজের কাছে অসৎ থাকা নেই।  


তাহলে আর বসে থাকা কেন


হে আমার ঈগল পাখি
ডানা ছড়াও জোর লাগাও


পুরো আকাশ তোমার
সাতটা সমুদ্রের আত্মবিশ্বাস নিয়ে
আর নিজের স্বপ্নের প্রতি
এক বুক ভালোবাসা নিয়ে


উড়ে যাও।


বুড়ো বাঘ


এবার আমার কথায় আসি


আমি তো ছিলাম এখানেই।
অন্য অন্য রূপে সব সময়।
আসলে কি জানো
আমি তো তোমার ভেতরেই ছিলাম


আদি অনন্তকাল ধরে
সময় শুধু আমাদের সম্পর্ককে আরো পোক্ত করেছে


আমাদের বিশ্বাস আর বন্ধুত্বের উপর তার সিলমোহর দিয়েছে।


যাও আমার ঈগল পাখি।


এই বুড়ো বাঘ তোমার প্রতীক্ষায় ছিল , আছে , থাকবে।


ওড়ো , পুরো আকাশ তোমার।  


আর আমি
আমি ছিলাম , আছি, থাকবো