ক্ষীণ মলিনতার আকাশ জুড়ে যত বিষাদতা—
রুক্ষ শুষ্ক চুলের ডগায় ঘাম বিন্দু—
নিশ্চেষ্ট অনুসন্ধানে......... কোথায় !
কোথায় সে নাটোরের বনলতা?


একবারও সে বিদিশার নিশি চুলে
শ্রাবস্তীর কারুকার্য মাখা মুখে —
ভাসা মেঘের মনের দেওয়াল ঘেঁষে
দাঁড়ালো না এ পথভোলা পথিকের পথে!
দীর্ঘ প্রতীক্ষায় শেষ হতে চলেছে
কৈশোর থেকে যৌবন! তবু সে কোথায় হায়!


দেখা দিয়ে যদি মিলিয়ে যায়—
সে কেমন দেখা? সেতো অদেখা,
অদেখার মাঝে তুমি বনলতা,
আমি শুধু খুঁজে মরি দ্বারুচিনি দ্বীপে!


কাতরতায় বন্দী হয় পাখি ঘরে ফিরে—
জীবনের লেনদেন তো শেষ হয় না,
শুধু একটি বার চাই মুখোমুখি বসতে.......
না সময় বোধহয় শেষ............!