সেই যে নদী বয়ে গেছে
      সবুজ ক্ষেতের পাশে,
আমার প্রিয় ছোট্ট এ গ্রাম
       আমায় ভালোবাসে।
সন্ধ্যা হলেই শাঁখের ধ্বনি
        যায় যে ভেসে দূরে,
আটচালাতে হরি ধ্বনি
           মিষ্টি মধুর সুরে।
শরৎ কালে নদীর তীরে
          কাশ ফুলের মেলা,
দেখে মনে হয়, একসাথে-
       হাজার বকের খেলা।
চলতে পথে দলতে হয়
            নরম দূর্বা ঘাস,
সারা মাঠে হয় যে শুধু
             সোনার ফসল চাষ।
ঐ গ্রামেতে জন্ম নিয়ে
           ধন্য হয়েছি আমি,
সার্থক মোর জীবন যেন
          সোনার চেয়েও দামি।
এই গ্রামেতে আবার মাগো
             জন্ম আমার দিও,
এই আকাশ,বাতাস,নদী যে মা
          আমার বড়ো প্রিয়।