বঞ্চনা তুমি করতেই পারো
সেতো তোমার অধিকার।
কষ্ট তুমি যতো পারো দাও
সেও তোমার নিজস্ব সংবিধান।
অবজ্ঞায় উপেক্ষায় দিতে পারো ঠেলে দূরে
তোমাকে মানায় সেটা বেশ।
তবু জেনো—রাস্তার মোড়ের
ওই বুড়ো রিকশাওলা জেনেছে ঠিক !
এই ছেলে বড় বেশি ভালোবাসে তোমায়।
গঙ্গার ঘাটের একলা মাঝিটিও জানে
এই ছেলেটি বড় বেশি ভালোবাসে তোমায়।
এমনকি লোকাল ট্রেনের রাতের কামরার
মাতালটিও বোঝে —দরজায় দাঁড়িয়ে থাকা
ছেলেটি বড় বেশি ভালোবাসে তোমায়।
আঘাত তুমি করতেই পারো
এটা তোমার স্বরচিত স্বাধীন কর্মসূচি,
তবু বলব—
ঝমঝমে বৃষ্টির রাতে জানলায়
দাঁড়িও এসে একেবারে একা—
আকাশ বুকের মতো কান্না দেখবে
সব তার ধার নেওয়া —
পরাজিত এই ছেলেটিরই কাছে ।