দরদী মনের দেওয়াল গেঁথে
কোঁকড়া চুলে বিলি কেটে একদিন.....
এভাবেই ভালোবাসবে তো?
আলতো ঠোঁট খুলে সম্মতি
চোখ চলে গিয়েছিল রক্ত মাখানো
কৃষ্ণচূড়ায় । নিঃশব্দে কেটেছিল সময়
সেটা যে আঠারোর জগৎ বুঝতে পারিনি।
পঁচিশতম বসন্তে এসে ... কোথায়!
দুরন্ত অন্ধকারে হাত কেঁপে ওঠে
বাতাস উড়ে যায় পালা করে ঝোলানো
চুলের উপর দিয়ে। ব্যস্ত আমি
চাঁপার কলির মতো আঙুল
ধরে রাখতে চায় মুঠোয় জীবন্ত নিঃশ্বাস
তোমারই দরদী মনের দেওয়াল গেঁথে।
একদিন বা অন্য কোন দিন
আর ভিজবে না বালিশ।
চলে যাবে সব ছেড়ে...... আমাকেও