জীবন ছন্দ জীবন-আনন্দ
জীবন জ্যোতির্ময়,
জীবনের পীঠে মরণ যে লিখা
জানা আছে নিশ্চয় ?
জীবন মরণ শুরু আর শেষ
এই তো সবাই জানে,
নতুন করে বা বলার কি আছে
এই কথাটির মানে ?
সত্যিই কি তাই মরণেই শেষ
এই জীবনের খেলা ?
ভালো করে তুমি ভেবে দেখো দেখি
করোনাকো হেলাফেলা।
মরে গেলেই ভালো হত নাকি
কার হত ভালো কিভাবে ?
মরে গিয়ে তুমি সত্যিই কি
শান্তির দেখা পাবে ?
মরণের পরে সমস্ত সুখ
শান্তিরা বুঝি আছে ?
তাহলে জীবন হেরে আছে তবে
এই মরণের কাছে।
মরণেই যদি সব শেষ হত
তাহলে এ কথা মিছে,
রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম-ওরা
মরে আজও বেঁচে আছে।
বীরাঙ্গনা থেকে বিবেকানন্দ
এরাও বেঁচে আছেই,
নিজের মনকে জিজ্ঞাসা করো
উত্তর তুমি পাবেই।
এবার আমার প্রশ্ন একটা
আমরা কি বেঁচে আছি ?
নাকি দেহটা বেঁচে আছে শুধু
মনে মনে মরে গেছি ?
সকলের তরে সকলে আমরা
বইতেই মেলে দেখা,
মরণেই মোরা শান্তি খুঁজি
একেই কি বলে বাঁচা ?
মরে আছি তবু মৃত্যুপুরীতে
কেন মৃত্যুর খোঁজ ?
বাঁচাতেই হবে একএক করে
সবাই কে রোজ রোজ।
এসো আজ তাই সবারে জানাই
জীবনের আহ্বান,
সবাই মিলে গাইব মোরা
জীবনের জয়গান।
শান্তি সে যে সোনার হরিণ
আছে জীবনের মাঝে,
রেখে যাবো মোরা মোদের জীবন
জীবন গড়ার কাজে।
একাজের ভার আমাদেরই ওপর
সপথ মোরা নেবই,
সবাইকে বাঁচিয়ে মৃত্যুপুরীতে
বাঁচতে মোদের হবেই।