তোমরা ধরো বই, খাতা, পেন
              আমরা ধুয়ে যাই কাপ ডিস্
তোমরা হলে ছাত্রদল,আর-
              আমরা শিশু শ্রমিক।
তোমরা যাও বিদ্যালয়ে
     .         আমরা যাই বাজারে,
তোমাদের বেলায় দামি খাবার
                অভাব মোদের খাবারে।
বাবুদের ছেলে খায় গো দেখি
                  'হরলিক্স' আর 'কমপ্ল্যান',
মোদের বেলায় জোটে শুধু
                   এঁটো খাবার, ভাতের ফ্যান।
জীবনযুদ্ধে আজও মোরা
                   পারলাম না তো জয়ী হতে,
সারা জীবন কাটছে শুধুই
                     বাবুদের পায়ের নীচে থেকে।
বেতনের বেলায় নামমাত্র
                       কাজের বেলায় অবিরাম,
জানিনা কবে হবে এই-
                     বর্বর প্রথার অবসান।