বলতে আমি পারিনা ঠিক —
লিখতে আমি চাই,
লিখতে বসে ভাবনা গুলোর
কিনারা না পাই ।
ভাবি আমি কবিরা সব
কেমন করে লেখে,
কেমন করে যায় যে ভেসে
অলীক কল্পলোকে।
বিনি সুতোয় কথার মালা
গেঁথে চলেন তাঁরা,
সেই ভাবনায় আমরা সবাই
হই দিশেহারা।


দিনের আলোয় সূর্য মাঝে
দেখি রূপোর চাঁদ,
চাঁদের মাঝে সূর্য কিরণ
নেইতো কোন খাদ।
সূক্তি মাঝে মুক্তো আমি
খুঁজতে গিয়ে দেখি,
সোনার পাথর বাটি সেথায়
পড়ে আছে একি!
সর্বদা তাই খুঁজে বেড়াই
গহন গভীর বনে,
সেথায় যদি মিলন ঘটে
তোমার আমার সনে।


বিশ্বের সুখ দুঃখের কথা
লিখতে আমি চাই,
লিখতে আমি পারিনা তাই
কেঁদে বুক ভাসাই।
কবিরা সব কল্পনাকে
ভাঁজে আপন মনে,
বাস্তবও তাই ফুটে ওঠে
সেথা তুলির টানে।
কল্পনাতেই শুরু করি
রঙিন সুতো ধরে,
রূঢ় বাস্তব সেইক্ষনেতেই
কলম কালি ঝরে।