আসলে কি চায় মানুষ
নুন,ঘাম,তেলে মাখা অভ্যস্ত
বেড়া বাঁধা নিস্তরঙ্গ দীঘি জল?
চেনা ছকে বয়ে নিশ্চিন্ত বয়ে চলা।
তবু ঢিল ছোঁড়া তরঙ্গ ঢেউ তোলে
সীমানা ছাড়িয়ে নজর
বৈচিত্র্য  খোঁজে বার বার।


কি এক মুগ্ধতা  ছড়িয়ে মোহগ্রস্ত!
তবু জানে মোহ শুধু ; ফিরে যাবে
ফিরে যেতে হয়...যত টুকু বিপন্নতা
তলায় তাকে রোশনাই  থেকে কালো
গহ্বরে....
আবারো বেঁচে ওঠে  সূচীপত্রে জুড়ে
যায় এক নতূন গল্পের জল্পনা...
কি চায় মানুষ,মুগ্ধ করে রাখা নিজেকে;
মিছেই, তবু তো জীবন...