সোহাগি  মন রেখেছিলাম জিম্মাতে তোর
ভাবনা ছিল মুঠো ভরে তোকেই রাখা।
গর্ব করেই কলঙ্কিনী নাম জুড়েছি,
তোর সুখেতেই মন পায়রা পাখনা মেলে
মেঘলা চোখে বাণ  ডেকেছে মন খারাপে।
শক্ত প্রাচীর তোর জগতের চারপাশেতে
প্রবেশ বারণ বিন কথাতে দিস ইশারা।
চটুল কথা নিষিদ্ধতায় মন ভরেছিস
সর্বনাশের তলানিতে আজ বুঝেছি,
হোলাম আমি অন্য আরেক খেলনা বাতিল।
যে স্মৃতি আজ ছাপ ফেলেনা নেহাৎ বেভুল
শিখিয়ে দিলি দুনিয়াদারি, শক্ত মাটি।
আজকে আমি মুক্ত মনে ফের বিবাগী।
মেনেইছিলাম তোর ভালতেই ভালবাসা
মুঠো খুলে উড়িয়ে দিলাম ছুঁ মন্তর
পথ ভুলিয়ে আবার তোকে ফেরায় যদি।