হঠাৎ কেমন শরীর মনের অস্থিরতা;
শুধুই খোঁজে,
অসুখ কিসে?
কোথায়-ই বা সুখ মেলছে ডানা!
তুমি যেমন দিশেহারা আমার
কাছেও নেই ঠিকানা।
যেই ভেবেছি মুঠোভরে,এই
পেয়েছি অমূল্যধন....
ভাবছি কি আর মরীচিকা?
অলীক সুখেই ভরছি এ মন।
আলাপ করি,বিলাপ করি দুষছি
কেবল নিয়তিকে।
সুখের খোঁজে নিষিদ্ধতা,কাদার
প্রলেপ শুদ্ধতাতে।
তুমিও জান,আমার ও তো নেই অজানা
যা কিছু আজ হয়নি পাওয়া
হাতছানি ঠিক ওই দিশাতেই।
টানছে নেশা বাঁধন বিপদ উড়িয়ে দিয়ে,
হয়তো অসুখ লুকিয়ে কোথাও
না জানা ওই শূন্যতাতেই।
তবু কেমন ছুটে বেড়াই হারতে মানা,
পাব বলেই।
মানছেনা যে অবুঝ এ মন কলকাঠিটা
অন্য হাতেই।