আমি তো বলেছি সুখ পাখিটা,আমার হাতের
কেনা গোলাম।
তোমাতেই সুখ,তোমাতে অসুখ চারপাশ
ঘিরে এই রোদ্দুর।
আবার এঁকেছি বাদলা আকাশে কাল বোশেখের ঝরাপাতা।
উড়িয়ে দিয়েছি চাঁদিয়াল দেখ যতদূর চাও
পাড়ি জমাও।
সুতো ছেড়ে দিই কড়া মাঞ্জায় লাটাই তবুও
এই হাতে।
ক্যানভাস জুড়ে ধূসর মাখাই,রামধনু সাজে
মন্তাজ।
রেশমি সুতোয় বুনেছি গোলাপ;কাঁটাও রেখেছি অল্প।
কখনো হিসেবে অমূল্য তুমি আবার কখনো শূন্য।
আস্ত আকাশে আধখানা জুড়ে আমার খেয়ালি স্বত্ত্বা।
কাঁটাতার দিয়ে বাঁধব আড়িতে খুশিতে ওড়াব পায়রা।