আজি এ প্রভাতে উলুধ্বনির সাথে -
শিউলী আর কাশে মাকে বরণ করি,
শান্ত স্নিগ্ধ নীল আকাশে শরতের কথা স্মরি ।
থোকা থোকা শুভ্র মেঘের ভেলায়,
পাল টাঙিয়ে যাই মিলিয়ে খোলা হাওয়ায় ।
মনের মতন জায়গা খুঁজি আকাশ সাগরে,
আটক করে রক্ষীগণ স্বপ্নের স্বর্গদ্বারে ।


নিমেষে স্বপ্নের জাহাজে আমায় দেখে, বলে -
দুষিত! কলঙ্কিত! এ যাত্রী, কে তুমি ?
কি তোমার কাজ ? - কোথায় তোমার বাস !
একঝাঁক প্রশ্ন বানে,
স্বপ্নের জাহাজ আমায় পেছন টানে ।


ওরে পৃথিবীবাসী, তোমরা সব অত্যাচারী জীব -
আপন স্বার্থের খেলায় - করছো নিজেদের শেষ,
নষ্ট করছ বায়ু, মাটি, জল….
শব্দকে করেছ বিকট, কানকে করেছ শেষ ।
করনি সমভাবে সম্পদের যথাযথ ব্যবহার,
একযোগে সবাই হবু বিনাশের অংশীদার ।


ওহে স্বার্থপর স্বপ্নের সওদাগর ।
কেন আনো দুঃখের দিন -
কেন স্বপ্ন বিক্রিকরো এ ধরনী’পর ।।
ওরে বিজ্ঞান প্রযুক্তি আর সংস্কৃতির বিকাশে
সকল জীবের উন্নত সভ্যতার নতুন রূপ।
কুড়ি লক্ষ বছর ধরে, ছিলে তো বেশ -
ভোগ বিলাসিতা আর ছিনিয়ে নেবার নেশায় ..
কেন জ্বালাছো? পরিবেশের সবুঝ ধূপ ।।


বাঁচাও নিজেকে - পরের জন্য, করো আত্মসমর্পণ।
চেওনা এত উন্নয়ন, এত আড়ম্বর -
আর কৃত্রিম রাসায়নিক উপাদান ।।
থামাও আবিষ্কার আর উন্নতির যুদ্ধ,
খেওনা ঠান্ডা ঘরের রসালো খাদ্য -
শোনোনা বেসুরো বধির করা বাদ্য ।।


চাওয়া না থাকলে পরে - পাওয়া যাবে দুরে সরে -
উন্নয়নের আলোর দিশা যাবে বদলে,
ঝিনুক থাকবে সাগরেরই কোলে ।
দুষিত না করে পবিত্র করো নদীর জল -
সকলে সত্যি ! ফিরে পাবে প্রাণ - নিষ্ঠার প্রদীপ জ্বালো,
শপথ করি আজি এ প্রভাতে - জ্বালাবো নতুন দিনের আলো …।