তুমি এসেছিলে যবে - হে পূর্ণেন্দুকুমার
ছিল চারিদিকে অন্ধকার আর অন্ধকার,
তোমার জ্ঞানের বিকাশে -
বহুনারীকে করেছ শিক্ষায় সাকার ।


নারী শিক্ষার অগ্রণী - কান্ডারী হে তুমি,
কৃতঞ্জতা জানায় তোমার জন্মভূমি ।
স্বনামে খ্যাত তুমি - শিক্ষায় জ্ঞান-কর্মে,
ক্লান্তি ছিলনা কর্তব্য নিষ্ঠা আর ধর্মে ।


চৌদ্দই নভেম্বর তুমি চলে গেলে অমৃতলোকে,
আত্মীয়-স্বজন, বান্ধব-পরিজন এখনো গভীর শোকে ।
তোমার বিহনেও তোমার স্পর্শ পাই,
স্মরণীয় বরণীয় পূর্ণেন্দুশেখর –
তোমায় শতকোটি প্রনাম জানাই ।