জল – জমি -  জঙ্গল ,
এই নিয়ে চারিদিকে দঙ্গল ।
এখন আমাদের পেশা  -
ছিনিয়ে নেবার নেশা ।।


প্রতিযোগিতার নামে বাড়াবাড়ি –
জেতার নেশায় কাড়াকাড়ি ।
রেষারেষিতে নাই কোনো ছেদ –
আপনজনের মধ্যে বিভেদ ।।


মহিলার দেহে স্বল্প বস্ত্র –
সবার হাতে মারাত্মক অস্ত্র ।
উত্তেজনায় চড়ছে পারদ –
বিষোদগার হবে না রদ ।।


এই সাত-সত্তর বছরের খেলায় –
হেরে যাবো জেতার মেলায় ।
যত দেখি প্রতিযোগীদল –
জেতার নেশায় সব মানুষ মারার গ্যাঁড়াকল ।।