বন্ধু তুমি, হয়ো মেহনতী মানুষের – ভাই,
ভালোবাসবে তোমায় সবাই,
ভালোবাসবে তোমায় সবাই ।


আমাদের বন্ধু, আছে; জনম-জনম, সাথে তারা,
সমাজের কাজ, হাতে হাত ধরে - করে যারা,
তারা হলো, আমাদের – সমাজবন্ধু-ভাই,
তাদেরকে ভালোবাসো সবাই,
বাসবে তোমায় সবাই,
ভালোবাসবে তোমায় সবাই ।


তারাইতো সমাজবন্ধু কৃষক –
তারাই কুমোর, ডোম, মুচি-মেথর ভাই,
তাদের কাজে আমরা - উপকার যে পাই,
তারা সত্যিকারের সমাজের,
আমাদের কাছের পরমবন্ধু-ভাই,
তাদেরকে ভালোবাসো সবাই ।
তাহলে ভালোবাসবে তোমায় সবাই ।
ভালোবাসবে তোমায় সবাই ।


তাদেরকে দুঃখ দিওনা কোনোদিন,
তাদের কষ্ট দেখে, হেসোনা কোনোদিন,
তাদের সাথে থেকে, ভালোবাসো ভাই দিনদিন,
কেটে যাবে দুর্দিন, আসবে তোমার সুদিন,
আসবে তোমার সুদিন -
তাদেরকে ভালোবাসো বুকে নিয়ে একদিন,
আসবে তোমার সুদিন, আসবে তোমার সুদিন ।


বন্ধু তুমি, হয়ো মেহনতী মানুষের – ভাই,
ভালোবাসবে তোমায় - সবাই,
ভালো রাখবে তোমায় সবাই,  
ভালোবাসবে তোমায় সবাই
আর ভালো রাখবে তোমায় সবাই ।