জীবনটা নয় শুকনো কাঠ, শুধু খোলা মাঠ,
ফলাতে হয় ফসল, নিতে হয় জীবনীর পাঠ ।
যদি থাকি সব সময় ভাব গম্ভীর,
বলবে লোকে এর সাথে মিল আছে দানব-দানবীর ।
ক্রোধ, হিংসা, লোভ আর অভিমান গুলো,
হাসি ও মজার সাথে মিলিয়ে ফেলো ।
সকলকে বন্ধু করো শত্রু হবে নাশ,
সবাই জয়ী হবে, কারুর হবেনা সর্বনাশ ।


তাই আজ করি প্রতিজ্ঞা - আসুক সকলের প্রজ্ঞা ।
পরিবেশ দূষণ রুখব, সবুজ সবুজ খাবো,
জ্বালানি সংকট কমাবো, চারিদিকে গাছ লাগাবো।
সত-সাহসী হব, গুরুজনে শ্রদ্ধা করব,
কারুর ক্ষতি না করে - অসহায়ে সেবা করব।
শিশুদের গড়ব, অন্যায়ের বিরুদ্ধে লড়ব,
হিংস্র জঙ্গি হবেনা জন্ম, যখন জনসংখ্যা বৃদ্ধি রুখব ।
চাষী ভাইদের সাহস যোগাবো, রক্তদান করব,
নেশায় বিরত থেকে সমাজকে ভালোবাসবো ।
ঘর হবেনা একটা, আমি সকলের হৃদয়ে বাস করবো ।