মা জন্ম দেয়, মাকে যেমন ভালোবাসি,
প্রকৃতি বাঁচিয়ে রাখে, তাকে করব না কখনো দাসী।
প্রকৃতি খাদ্য যোগায়, তাই আনন্দে গান গাই,
সকল কাজের শেষে, প্রকৃতির কোলে ঠাঁই পাই।


সেই জায়গাটা যদি করি ময়লা,
তাহলে সেখানেও পাবো একদিন ঠেলা ।
সারা দুনিয়া ঘুরে,  দেখো অনেক চিত্র,
সকলকে জানাও বন্ধু,  এ ভূমি কত পবিত্র ।


আমরা সবাই আপনজন, সবাই ভাই ভাই,
একটা গাছ কাটার আগে, চলো পাঁচটা লাগাই ।
ওগো বন্ধু তুমি,  ওগো সোনাভাই -
সুন্দর ভাবে বাঁচতে হলে, প্রকৃতির রক্ষা চাই ।