প্রকৃতির লীলায় ঝরে পড়ে –
    গাছের পাতা আর বাগানের ফুল,
বন্ধুত্বের সাথে এক করে দেখলে –
    সেটা হবে আমাদের ভুল ।
কথার মাঝে আর কাজের ফাঁকে –
     অনেক থাকে পার্থক্য,
পাতা ঝরার মত আমাদের –
     আসবে একদিন বার্ধক্য ।
বন্ধু আর আপনজনের মাঝে –
     হয় অনেক মান অভিমান,
অপমানে হৃদয় ক্ষত বিক্ষত হয় -
     আর যত স্বাভিমান ।
একদিন তাতে জোড়া লাগে –
     সত্যিকারের বন্ধু হলে,
ফুল আর পাতা জোড়া লাগবে না কখনো  –
     যতই আঠা দিলে ।
সকল আত্মীয়ের সেরা বন্ধু হলো ভাই,
তাই অন্যের সাথে বন্ধুর কোনো তুলনা নেই ।