সন্ত্রাস ধ্বংস হোক –
ভয় ভীতি দুরে চলে যাক,
মানুষ মানুষকে বাসতে থাকুক ভালো,
ভীতির ছায়া দুরে সরে যাক –
আসুক ভালবাসার আলো ।


টাকার লোভে ভাই-ভাইকে মেরে -
কিইবা হবে লাভ,
দেশ ধ্বংস করে - ভুল বুঝতে পেরে –
কেন পরে করে বিলাপ ।


মাতৃভূমি'র ক্ষতি আর সমাজ ধ্বংস  -
যারা এসব করে,
তাদের জন্য চাই দৃষ্টান্তমূলক সাজা –
তাতে, অপরাধ করা থেকে সজাগ করে ।


ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের বন্ধনে –
সবাই করুক আলিঙ্গন,
শান্তিময় হোক এই সুন্দর পৃথিবী -
ভালবাসায় হোক পরিবর্তন,
হিংসা আর মারামারি হোক মহাসাগরে বিসর্জন ।


রাজনীতি ছাড়াও সমাজে –
হৃদয়ের অন্ত:স্থলে অনেকের সসম্মানে অধিষ্ঠান,
প্রত্যাশা রয়েছে আরো বহিতে থাকুক –
অবিরাম শান্তিরবার্তা,
হোক সবার হৃদয়ে বিরাজমান।