জীবন সংগ্রামের পাঠ না নিয়ে –
জন্ম নেয় সবাই,
"ধীরে ধীরে বড় হওয়া" -
এর থেকে আর বেশি আছে কি লড়াই !
পঞ্চাশ, ষাট, সত্তর নয়তো আশি নব্বই –
সবাই থাকবে মাত্র এইকটা দিন,
কত রোদ-জল-ঝড় বয়ে যাবে মাথার উপর –
আসবে কত সুদিন আর দুর্দিন ।


সবাই ভাবে "আমি সবার উপরে",
"আমার মত কেউ নেই" - থাকে এই অহংকারে ।
জন্মিছে সবাই আর মরিবে ও সবাই,
ভুলে যাই, ভগবান পাঠিয়েছে –
কিছু করিবার তরে ।


খাইবার তরে জনম হয়নি সবার –
কিংবা হয়নি শুধু নেওয়ার,
কর্মকীর্তিতে সার্থক হইবে জনম –
পণ করিব সকলকে দেওয়ার ।
সবই সময়ের অপেক্ষা –
আর এই ধরায় দিতে হবে কঠিন পরীক্ষা,
জীবন সংগ্রামের দীক্ষায় দীক্ষিত হয়ে –
ভুলো না মনীষীদের শিক্ষা ।