আকাবাঁকা পথ দিয়ে চলে যায়, বাবু !
   দুরে ... সে অনেক দুরে ….!
     বহু দুরে......
ওই যে দেখা যায় !
  ধান খড়ের গাদা,
    টালি বিহীন রোদ বৃষ্টির ভাঙ্গা ঘরে ।


ভারত মোদের বিচিত্র দেশ, পূজা করি মাকে,    
রাখাল, রহিম, রকি সংসারে -
    রাধা, রুবিনা, রুমাকে নিয়ে একসঙ্গে থাকে ।


হিন্দু, মুসলিম, শিখ-ঈশাই –
সবার হৃদয়ে সবাই একসঙ্গে থাকে,
বলি ! এইসাহি জিও ভাইয়া !
     জিন্দেগী জি ভরকে –
          সারে জিন্দেগী এইসাহি জিও ! –
                আই লাভ ইউ বোলকে ।


** হিন্দি-ইংরেজি-বাংলা মিশ্রিত ছড়া