থাকে সমাজের কথা – থাকে মনের ব্যথা
কাউকে বললে - খালি হয় যে ভারী মাথা,
ওগো বন্ধু তুমি, আমি বন্ধু যে তোমারি ।


সবাই সমাজের পরম সখা, না আছে কোনো অরি,
সবাই আপন সবাই নিজের, থাকি সবার হাতে হাত ধরি,
ওগো বন্ধু তুমি, তুমি সখা, আমি বন্ধু তোমারি ।


প্রিয়জন তুমি, ভালবাসা তুমি,  তুমিই যে আমার ভাই,
তোমায় রাখি সারাদিন চোখে চোখে, পলকের পাতা পড়ে নাই,
তুমি বন্ধু আমার, তুমি সখা আমার, আমি বন্ধু তোমারি ।


মনে জাগে আমার  -
তাড়াতাড়ি যেন,  দেখা পাই তোমার,
সময় যে চলে যায়, ভুলে যাই নানা অপবাদ,
দুঃখের কথা ভুলে যাই যখন,
খালি হয় - মাথা, মন আর যত অবসাদ,
ওগো বন্ধু তুমি, ভুলোনা আমায়, আমি যে তোমারি,
তুমি বন্ধু আমার, তুমি সখা আমার, আমি বন্ধু তোমারি ।


সমাজটা সকলের - শত্রু যে কেউ নাই,
ভরা আছে সখায় আর অরি যে কেউ নাই।
সবাই সবার বন্ধু আর আমি বন্ধু সবারই,
তুমি বন্ধু আমার, তুমি সখা আমার –
আমি বন্ধু তোমারি । আমি বন্ধু তোমারি ।