* কৃষক সমাজের সেরা বন্ধু । সাম্প্রতিককালে প্রবল বর্ষায় অনেক কৃষকবন্ধু কৃষিকাজ করতে গিয়ে অকালে মৃত্যুবরণ করেছেন। বন্যায় বিধ্বস্থ বহু ঘরবাড়ি। হড়কাবানে ও বহু কৃষকবন্ধু প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্থ তাদের পরিবার। হারিয়ে যাওয়া সেইসব কৃষকবন্ধুদের অনন্তলোক যাত্রা ও আত্মার শান্তি কামনায়  বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আপনজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।


এক যে ছিল কৃষকভাই - যেত প্রতিদিন মাঠে,
জমিতে সারাদিন কাজ করে  - দিনগুলি তাঁর কাটে ।
গ্রীষ্মকালে লাঙ্গল করে - তৈরী করত জমি,
বর্ষাকালে বীজবপন করে - করত পূজন ভূমি।
শরত কালে আগাছা তুলে - করত মাঠ সবুজ,
হেমন্তকালে ফসল তুলত – বলত না তারে কেউ অবুঝ।


অতিরিক্ত জল চলে যেত - আলের উপর দিয়ে,
জল কম থাকলে মাঠে - ধরে রাখত বাঁধ দিয়ে ।
কাজের সূচিতে কখনো সে - করেনি অবহেলা,
খেতের জমিতে যেত - এবেলা ওবেলা।


গরমের দিনে চাষ করত – মাথার ঘাম ঝরিয়ে,
বর্ষাকালে চাষ করত - সারাক্ষণ জলে দাঁড়িয়ে।
শীতের দিনে ফসল তুলতো - মাথায় গামছা জড়িয়ে,
সারা বছর আনন্দ করত – নানান ফসল ফলিয়ে।


বর্ষা ও মাটির উপর - করত নানারকম জল্পনা,
ভালো  ফসল  হোক – এই ছিল তার প্রার্থনা।
চাষ করত সময় করে - প্রকৃতির বাধা সে মানত না,
সমাজের সেরা বন্ধু সে ছিল – তাকে আমরা কোনদিন ভুলবো না ।