একদিন রাতদিন - মিষ্টি মধুর বাদল দিন,
ঝড় এলো বর্ষা এলো - একী হলো ঝড়ের দিন ।
ঘরের চাল - আর ছেঁড়া শাল,
যেন ভাদ্র মাসের - পাকা তাল ।


স্বপ্নে দেখা - সবই ফাঁকা,
আকাশের চাঁদ - চালের ফাঁকে সব দিচ্ছে দেখা ।
দিল ঝাপটার পর - আর একবার ঝড়,
বাঁশগাছ গুলো  - করছে মড়মড় ।
জল জামা গামছা - করছে মজা,
ঝড় দিল সাজা – মিসড়ে সাবাড়, কাঠিগজা ।
মাথার গামছা – আর ছেঁড়া সিল্কের জামার,
হায় ! একি হলো হাল - অপুর মেজোমামার ।


রাঁধব না আমি - খাবে না কুটুম্ব জামাই,
ভাবছি ঝড় বাবাজি – কি আর আসবেক লাই ।
ঝড় ও গেছে  - সাথে কুটুম্ব গেছে,
মাছ উঠেছে - আম গাছে ।
আম যে পড়ে - টপাটপ ঝড়ে,
আম না পেয়ে - পড়শীর রাগ ক্ষতিতেই সারে ।


ওরে আম ভাই - ঝড়ে তোর্ কি কোনো কাজ লাই,
মাছগুলো দল বেঁধে বলে - আম গাছে উঠ’রে সবাই ।
আর হবে না ঝড় - বাঁশ করবে না মড়মড়,
উড়ে যাবে না খড় - চাল করবে না কড়কড় ।
এবার আসি - আমি যে স্বপ্নের কাল বৈশাখী’র মাসি,
তোমার পড়শীর সাথে আমি হাসি - আর কাঁদবে ক্ষতিতে চাষী ।