সারাদিন ঝমঝম পতপত - কত বৃষ্টি ঝরে,
বর্ষাকাল তাই - আকাশ হতে বৃষ্টি পড়ে।
চারিদিকে যতদূর চোখ যায় - সবই জলময় আর সবুজ...,
এত বৃষ্টি কোথায় ছিল লুকিয়ে মেঘে! প্রশ্ন করে এ অবুঝ।
কিছুদিন আগে দেখেছি গরমে - সবার হাঁস-ফাঁস - আই ঠাই,
গরমে ঘেমে বিরক্তি, কষ্টে-উত্কন্ঠায় এই বুঝি প্রাণ নাই!
তখন তো তুমি আসোনি - একফোঁটা নিয়ে,
আর এখন অবিরাম ধারায় - না বলে কয়ে যাচ্ছো ভাসিয়ে দিয়ে।
কোনো কোনোদিন - সুর্যিকে রেখেছো আড়াল করে,
কোনপ্রান্তে কেউ একফোঁটার জন্য দাঁড়িয়ে হা-পিত্যেশ করে।
কোথাও তুমি ভাসিয়ে দিচ্ছো - করে হড়কা বন্যা,
কোথাও আবার, শস্যে শ্যামলে - সবুজ ফসলে করছ তুমি ধন্যা।
ধেয়ে আসো সালো-সাল ধরে - তুমি কত পুরাতন,
দেখি তোমায় প্রতিবছর - বিভিন্ন রূপে নিত্য নুতন।
তুমি বর্ষা, তুমি জল, তুমি মেঘ-পানি-বাদল, তুমি বৃষ্টি,
তোমার কত রূপ-নাম এ জগতে - সবই বিধাতার সৃষ্টি।