উন্নয়নের জাঁতাকলে,
বিশ্বায়নের ফাঁসিটা ঝুলছে গলে ।
কুল মান ধ্বংস হবে -
আগামী দুশো বছরে সবশেষ হয়ে যাবে ।
সাড়ে চারশো-কোটি বছরের নীল গ্রহটা –
অতল তলে তলিয়ে যাবে ।


সবার চাই তাড়াতাড়ি উন্নতি,
বাড়ছে যে ক্ষতির গতি ।
একটু চিন্তা করো ভাই,
এত উন্নতি কি তাড়াতাড়ি চাই ।


আগামীকটা বছরে -
শেষ করব গাছ, - শেষ করব মাছ।
শেষ করব জল, - শেষ করব ফল।
শেষ করব আলো, - মুখটা করব কালো।
শেষ করব বায়ু, - চলে যাবে সকলের আয়ু ।


পেট্রল শেষ, - কয়লা শেষ,
আত্মীয়-স্বজন-বন্ধু শেষ –
তারই সাথে গরু ছাগল ঘোড়া মেষ।
আর কি কি শেষ করবে, ভাবো… একটাদিন –
বেশি উন্নতি না চাইলে, নাচবে, গাইবে থাকবে অনেকদিন ।